দোয়ারাবাজারে বিওপি ক্যাম্প পরিদর্শনে ডিসি, হকনগর স্মৃতিসৌধে গাছের চারা রোপন

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০ 644 views
শেয়ার করুন
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নে পাহাড়ী ঢল ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ বোগলাবাজার বিওপি ক্যাম্প, স্লুইসগেট ও ক্ষতিগ্রস্থ রাস্তা পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
 
বুধবার (৮ই জুলাই) বিকালে বোগলাবাজার বিওপি ক্যাম্প, স্লুইসগেট ও ক্ষতিগ্রস্থ রাস্তা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মোঃ মাকসুদুল আলম, দোয়ারাবাজার উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, সহকারী প্রকৌশলী, বিএডিসি (সেচ) হুসাইন মুহাম্মদ খালিদুজ্জামান, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম সহ অন্যান্যরা।
 
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ ক্ষতিগ্রস্থ স্থাপনা, স্লুইসগেট ও রাস্তা দ্রুত পুনঃনির্মাণের উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান।
 
এছাড়া মুজিববর্ষ উপলক্ষে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে হকনগর স্মৃতিসৌধে নারকেল গাছের চারা রোপন এবং বীর শহীদের সমাধিস্থল দর্শন করেন তিনি। মুজিববর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে হকনগর স্মৃতিসৌধ এলাকায় এক হাজার নারকেল গাছের চারা রোপন করা হবে।